আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভালই আছেন । যারা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করতে চাচ্ছেন বা ওয়েব ডিজাইনার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন কিন্তু কিভাবে করবেন তা বুজে উঠতে পারছেন না তাদের জন্যই আমার আজকের এই পোস্ট। শুরুতেই ভুলত্রুটি ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরুধ করছি ।

প্রথমেই বলতে হয়, ওয়েব ডিজাইন কি? আমরা কোন ওয়েব সাইটে প্রবেশ করলেই যে পেইজটি দেখতে পাই তাই ওয়েব সাইট। আর এটার সম্মুখ অংশ ডিজাইন করাই হচ্ছে ওয়েব ডিজাইন ।
ওয়েব ডিজাইন শিখতে গেলে আপনার যা জানা থাকা লাগবে?
একটা ওয়েব ডিজাইন তৈরি করতে গেলে আপনাকে নুন্নতম “HTML” এবং “CSS” জানা থাকা লাগবে । এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে ‘html’ কি ? ‘html’ হল ওয়েব ডিজাইন শিখার প্রথম ধাপ । ওয়েব ডিজাইন করতে গেলে আপনাকে অবশ্যই ‘html’ জানা থাকা লাগবে । এটা কোন প্রোগ্রামিং ভাষা নয় । এটা এক ধরনের মার্ক আপ ল্যাঙ্গুয়েজ , যার পুরো নাম “Hyper Text Markup Language” . এই ভাষাতে মূলত ট্যাগ নিয়া কাজ করা হয় এবং ট্যাগ গুলো “<>” এর ভিতরে থাকে । এই ট্যাগ গুলো লিখার নিয়ম হচ্ছে এগুলা “<>” দিয়ে শুরু করতে হয় এবং “</>” দিয়ে শেষ করতে হয় ।
যেমন :- <html>....... </html>
এখন ট্যাগ গুলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।শুরুতেই আপনাকে Notped++ সফটওয়্যার টি ডাউনলোড করে নিতে হবে অথবা আপনার পিসির Notped এ লিখতে পারেন ।
‘html’ এর শুরুতেই লিখতে <!DOCTYPE html>
হবে আমাদের সব ফাইল দুটি অংশে বিভক্ত থাকবে। (১)হেড (২)বডি । হেড এর ভিতর ব্রাউজার সংক্রান্ত কোন তথ্য থাকবে না । তবে আমাদের তথ্যগুলো বা ওয়েব সাইটকে সার্চ ইঞ্জিন এ এগিয়ে আনার জন্য আমরা হেড এর ভিতর বিভিন্ন কোড অথবা টাইটেল লিখতে পারি । যেমন :-
<!DOCTYPE
html>
<html>
<head>
<title>
CREATIVE TUNES BD
</title>
</head>
<html>
আমরা
ওয়েব সাইটএ ভিজিটরদের যা দেখাতে চাই তা
বডি এর মধ্যে লিখা হয়। এখানে আমরা যা লিখবো ব্রাওজার তাই প্রদর্শন করবে। তবে হে
আমরা <h1>
ও </h1> এই ট্যাগ এর মাধ্যমে লিখার সাইজ বড়-ছোট করতে পারি ।
<!DOCTYPE
html>
<html>
<head>
<title>
CREATIVE TUNES BD
</title>
</head>
<body>
<h1>This
is IT releted website</h1>
</body>
<html>
TUNER : AMINUL ISLAM
Sign up here with your email
4 comments
Write commentsঅনেক সুন্দর পোষ্ট...
ReplyWORDPRESS সম্পর্কে জানতে। নিচে ক্লিক ক্রুন
http://technobdcse.blogspot.com/2016/12/wordpress.html
thanks for your inspiration
Replygood post
Replyvisit my site.
http://ourworldtec.blogspot.com/
thanks for yor inspiration...
ReplyConversionConversion EmoticonEmoticon